অব্যক্ত কথন
অব্যক্ত কথন
লিখেছেন:
নীলাম্বরী...
কি লিখবো , কেন লিখবো জানি না, কিন্তু ইচ্ছে করছে লিখতে......
অনেক কিছু লিখতে ইচ্ছা করে কিন্তু লিখার পরক্ষণে পাতা গুলো ছিন্নভিন্ন স্বাধীন ভাবে ঢেউ খেলে
বলারও থাকে অনেক কিছু কিন্তু মুখ অবধি এসে আবার বিপরীত দিকে ধাবিত হয় অজানা গন্তব্যে
হয়তো এভাবেই সব চলে যায় কিন্ত থেকে যায়.....
-জানি না
-এমনি
-কিছুনা
-ঠিক আছে ............ এসব কথা
গতিময় জীবনের ছান্দিকতা ঠিক রাখার জন্যেই এক কঠিন বাস্তবতাকে মেনে নিতে হয় - হে সত্যি
কিন্তু তারপর ও অনেক কিছু বলার থেকে যায়
- আগে থেকে বলে দিচ্ছি, বিয়ার পর তো ভুলে যাবি
-কেন ভুলবো
আসলে কিছু ভুলা হয়না,কিন্তু ব্যস্ততার জন্য মনে রাখা মানুষটার খবর নিয়া হয়না.....
মনে রেখে যদি কোনো লাভ না, আমার মতে মনে রেখে মেমোরি ফুল করার কি দরকার!!
-ভালোবাসি তো
যাকে ভলোবাসো, ওই ভালোবাসা যদি ভালোবাসার মানুষ টার এই কাজে না আসে,কি দরকার এসবের...
একটা সময় চন্দ্রালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল
কিন্তু তা এখন আমাদের সংশয় আর বিরক্তির কারণ
অন্তঃকরণের খর্ব ইপ্সা ও কেমন জানি ব্যস্ততার সল্প কৃশানুতেই ভীত

No comments