বুনো
মোষ
লিখেছেন: আনন্দ পাহাড়ের ঝরনা
ধরণী অপেক্ষা করে কোন
এক অলৌকিক ঘটনার
জন্যে।
প্রাণী মাত্রই ম্যাজিক চায়।
সবচেয়ে বেশি পুজিবাদী বলে মানুষ হয়ে ওঠে
বুনো মোষের থেকে হন্যে।
এ কম্পন আমিও
অনুভব করি
অলিন্দে অলিন্দে…
অথবা রক্তিম মুখমন্ডলে ধেয়ে আসা রক্তস্রোতে।
অপার্থিব উদ্বেগে সকালের আকাশের দিকে তাকিয়ে,
আমি হাপাতে থাকি।
দিগন্তের সীমানা থেকে
লক্ষ লক্ষ বুনো মোষ বাঁকা শিংয়ে,
সূর্যটাকে ফালা ফালা করে ।
ঐতো আমার দিকে এগিয়ে আসছে...

No comments