অংশু কি পাবো?
অংশু কি পাবো?
লিখেছেন: নিশাত তাসনিম
চিওের অভিপ্সাগুলো যদি;
বিন্দু বিসর্গ বুঝতো!
অতপর,একটু হলেও চিও অনুদ্ধত হত|
মরুভূমিতে মুঠো তুষার নিয়ে চলার অবস্থা,
যা বালির বাধ
এর মত|
প্রতিনিয়ত নিজের প্রতিটা ইপ্সা যেন
অমবস্যার হিমাকরে পরিণত হচ্ছে
নিজের সত্যিকার পুলক কবে পাব জানিনা|
হয়তো এবাবে চলবে|
গুপ্ত রাখতে হবে নিজেকে সবার দৃক্ এর আরালে|
ছোট ছোট খুশি,
সপ্ন সব আমার মত
সুপ্তই তাকবে|
এবাবেই হয়তো কুক্ষণ দিয়ে আমার অন্ত হবে|
জানিনা কি হয়!!
আদো জানিনা,
এই অতি তমসাময়
জীবনে অংশু পাবো কিনা?

No comments