৫ মিনিটে তৈরি করুন কিউব বেগুনি।
৫ মিনিটে তৈরি করে ফেলুন কিউব বেগুনি। যারা ব্যাচলার থাকেন তারাও খুব সহজে এটি তৈরি করতে পারবেন। রমজানে এটি হতে পারে একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। উপকরন: 1. বেগুন একটি (মাঝারী সাইজ) 2. টোস্ট বিস্কিট এর গুড়া 3. ম্যাগি ম্যাজিক মসলা একটি(৬গ্রাম) 4.ডিম একটি 5. তেল
![]() |
| উপকরন |
- প্রথমে বেগুন টি কে লম্বা কিউব আকারে কাটবেন।(ছবির মত)
- এরপর ম্যাগি ম্যাজিক মসলা টি বেগুনের কিউব গুলোর সাথে ভাল করে মেখে ফেলবেন।
- ডিম টিকে ভালো করে ফেটিয়ে নিয়ে, কিউব গুলো ডিমে ছুবিয়ে, ভাল করে বিস্কিট এর গুড়া মাখিয়ে নিবেন।(ছবির মত)
- ২/৩ মিনিট অপেক্ষা করে মাখানো কিউব গুলো বাধামী করে ভেজে নিবেন।
- ফানালি সস এর সাথে পরিবেশন করুন কিউব বেগুনী।


No comments